জেলার সংবাদ, অপরাধ

ইভটিজিং এর দায়ে ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা মার্চ ২০২১ ০৫:০৩:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলে ইভটিজিং এর দায়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। অভিযুক্ত রেজাউর করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, রেজাউল করিম কোয়াটারে থাকেন। তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করেছেন তিনি। বিষয়টি ওই নারী উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করা হয়। এসময় তিনি ইভটিজিং এর কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন