বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী

'ইভ্যালি, যুবক, ডেসটিনির মতো প্রতিষ্ঠানের বিষয়ে সজাগ সরকার'

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ২২শে সেপ্টেম্বর ২০২১ ০২:৪১:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুধু ইভ্যালি নয়, যুবক ও ডেসটিনির মতো প্রতিষ্ঠান ভবিষ্যতে যাতে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সরকার সচেষ্ট থাকবে।

রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরো টিসিবি ভবনে ভার্চুয়াল প্লাটফর্মে সোর্সিং মেলার আয়োজন সংক্রান্ত সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী জানান, বর্তমানে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে প্রায় ৩০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান কাজ করছে। এমনকি আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠানটি ই-অরেঞ্জও শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন দেয়নি জানান তিনি। তবে মানুষ যেন অতিরিক্ত লোভ না করে সে ব্যাপারে সচেতন থাকতেও সকলের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। 

আলিশাকার্ড এর ব্যাপারে মন্ত্রী জানান, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেছে বাণিজ্য মন্ত্রণালয।  

আরও পড়ুন