আন্তর্জাতিক, আমেরিকা, আরব

ইরাকের কে-১ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে মার্চ ২০২০ ০৬:৪৭:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দখলদার মার্কিন বাহিনী ইরাকের কে-১ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অবস্থিত এ ঘাঁটি গতকাল রোববার মার্কিন সেনারা ইরাকি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে।

এক বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সফল অভিযানের পর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদেরকে ইরাকের অন্য অংশে মোতায়েন করা হচ্ছে। ইরাক সরকারের সঙ্গে অনেক আগেই এ পরিকল্পনা নেয়া হয়েছিল।  

মার্কিন সেনারা এ বিবৃতিতে দাবি করছে, সম্প্রতি যেসব ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার সঙ্গে কিংবা করোনাভাইরাসের মহামারীর সঙ্গে ঘাঁটি হস্তান্তর করার কোনো সম্পর্ক নেই। কিরকুকের এ ঘাঁটি ইরাকের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দয়েশের নির্মূল অভিযানের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ঘাঁটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।

আরও পড়ুন