আরব

ইরাকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ছয়জন নিহত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২০ ১০:৪০:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

বাগদাদের তায়ারান স্কয়ারের কাছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তাবাহিনী গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়লে তিনজন আহত হন। এরপর, বাগদাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া, কারবালায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে ঘটনাস্থালই একজনের মৃত্যু হয়। আন্দোলনকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও ইট ছোড়ে।

এদিকে, ইরাকে বাসরায় আন্দোলনের সময় বেসামরিক গাড়ির ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

গত বছরের পহেলা অক্টোবর থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতিতে ধস নেমেছে এমন অভিযোগ আন্দোলনকারীদের। চলমান বিক্ষোভে এপর্যন্ত সাড়ে চারশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন