আন্তর্জাতিক, আমেরিকা, আরব

ইরাকে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: হামলা হলে জবাব দেবে হাশদ আশ-শাবি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে মার্চ ২০২০ ০৩:০৮:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রবীণ সংসদ সদস্য কারিম আলাভি।

তিনি আরও জানিয়েছেন, দেশটির আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবির ওপর ওয়াশিংটন হামলার পরিকল্পনা করায় এ ব্যবস্থা নিয়েছে আমেরিকা।

ইরাকের সংসদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা কমিটির সদস্য কারিম আলাভি লন্ডনভিত্তিক আরবিভাষী সংবাদপত্র আল-আরাবি আজ-জাদিদকে এ সব কথা বলেন।

তিনি আরও জানান, ইরাকের ছোট ছোট মার্কিন ঘাঁটি থেকে সেখানকার বড় বড় ঘাঁটিতে সেনাদের সরিয়ে নেয়া হয়েছে। হাশদ আশ-শাবির রকেট হামলার ভয়ে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মার্কিনিরা ভালো ভাবেই জানেন, হাশদ আশ-শাবি বা তার কমান্ডারদের ওপর কোনও হামলা হলে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। তাই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজ সেনাদেরকে রক্ষা করতে চাইছে আমেরিকা।

ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আইন আল-আসাদ এবং হারিরের মতো বড় বড় মার্কিন ঘাঁটিতে সেনাদের সরিয়ে নিয়েছে আমেরিকা।

আরও পড়ুন