বাংলাদেশ, প্রবাস

ইরাক প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বৈঠক করবে দুই মন্ত্রণালয়

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৫ই জানুয়ারী ২০২০ ০৯:১৬:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকে চলমান অস্থিরতায় আটকা পড়া প্রবাসী শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন আরবিএম এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এ সময় নতুন বছরে শ্রমবাজার হিসেবে পূর্ব ইউরোপের আরো ৬ টি দেশের সাথে চুক্তির করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া ২০১৯ সালে বিভিন্ন দেশ থেকে ৩৬৫৮ জনের মরদেহ ফিরেছে বলেও জানান তিনি। বিএমইটির হিসেবে গেল ১১ বছরে ইরাকে গেছে ৭৫ হাজারের বেশি শ্রমিক।

ইমরান আহমদ আরও বলেন, 'যে সকল দেশে শ্রমিকরা যায়, 'সেখানকার স্থানীয় সরকার কিন্তু তাদেরকে নিরাপত্তা দেয়। বড় আকারের যদি কিছু একটা হয়, আমাদেরও একটা পরিকল্পনা থাকা দরকার। আগামীকাল পররাষ্ট্র সচিবের সাথে এ নিয়ে আমরা আলোচনা করবো।' 

আরও পড়ুন