আন্তর্জাতিক, পাকিস্তান

ইরানের সঙ্গে বাণিজ্য সর্বোচ্চ পর্যায়ে নিতে চায় পাকিস্তান

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই সেপ্টেম্বর ২০২০ ০৮:১৭:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ বলেছেন, তারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। খুব শিগগিরই তিনি ইরান সফর করবেন বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, 'আমরা ইরান থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই। একই সঙ্গে ইরান –পাকিস্তান সীমান্তে যৌথ বাজারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন এই উপদেষ্টা।'

আব্দুর রাজ্জাক দাউদ বলেন, 'সীমান্ত পথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন সহজ করার চেষ্টা চলছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশের চেম্বার অব কমার্স এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ।'

পাকিস্তান ও ইরান হচ্ছে দুই গুরুত্বপূর্ণ মুসলিম প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের অনেক সুযোগ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

আরও পড়ুন