আন্তর্জাতিক, আরব

ইসরাইলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের চেষ্টা জর্দানের

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ০৮:৫৭:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইহুদিবাদী ইসরাইল থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে জর্দান সরকার।

জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এরিমধ্যে গ্যাস আমদানির সঙ্গে জড়িত কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।

এছাড়া তিনি কয়েক জন সংসদ সদস্যকে বলেছেন, ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের বৈধ উপায়গুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।

জর্দানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ২০১৬ সালে ইসরাইল থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী ১৫ বছরে ইসরাইল থেকে জর্দানের প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করার কথা ছিল।

চুক্তি সইয়ের সময়ই জর্দানের জনগণ এর বিরোধিতা করেছিল, সংসদেও প্রতিবাদ হয়েছিল। সম্প্রতি ইসরাইলের সঙ্গে জর্দানের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

কয়েক দিন আগে জর্দানের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলকে শত্রু কল্পনা করে সামরিক মহড়া চালিয়েছে। মহড়ায় জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ নিজে উপস্থিত ছিলেন। দখলদার ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার কৌশল অনুশীলন করা হয় এ মহড়ায়। 

আরও পড়ুন