আন্তর্জাতিক, অন্যান্য

ইসরায়েল-ফিলিস্তিন পাল্টাপাল্টি রকেট হামলায় উত্তেজনা বাড়ছে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১২ই মে ২০২১ ০৯:২৯:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশ্বসম্প্রদায় সহিংসতা বন্ধের আহ্বান জানানোর পরও পাল্টাপাল্টি হামলায় ‍দুই দিকেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি রকেট হামলায় বহুতল ভবন হানাদি টাওয়ার পুরোপুরি ধসে পড়ে।  এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, কয়েক ঘণ্টা আগেই ভবনটি থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল।

এদিকে, এই হামলার প্রতিবাদে তেল আবিবে ১৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের দাবি, আবাসিক এলাকায় হামলার প্রতিবাদে হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তেল আবিবের কাছে রিশন লেজিওন শহরে রকেট হামলায় ৫০ বছরের এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে এক শিশু। হলোনের শহরতলিতে একটি খালি বাসেও রকেট আঘাত হেনেছে।

আরও পড়ুন