বাংলাদেশ, মহানগরী

ঈদের আগে আগুনে পুড়লো সিলেটের হকার্স মার্কেট

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২রা মে ২০২২ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদের আগে আগুনে পুড়লো সিলেটের লালদিঘির পাড় হকার্স মার্কেট। ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও প্রায় ৩ ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়েছে ৭০টির বেশি দোকান।

রাত সোয়া তিনটা, নগরের হকার্স মার্কেটের ব্যবসায়ীরা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎই ৩ নম্বর গলির একটি দোকানে আগুন লাগে। মুহুর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে গলির কাপড়ের দোকানগুলোয়। ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ী যেসব পণ্য তুলেছিলেন তা চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। ঈদের আগের দিন ভয়াবহ এমন ঘটনায় দিশেহারা হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। তবে, অনেক ব্যবসায়ীকে কিছু মালামাল নিরাপদে সরিয়ে নিতেও দেখা যায়।

মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, ৩, ৪ এবং ৫ নম্বর গলির দোকানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিন গলির সবক'টি দোকানই পোশাক বিক্রি করা হতো। সর্বস্ব হারিয়ে দিশেহারা এই মার্কেটের ব্যবসায়ীরা।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হকার্স মার্কেটের অগ্নিনির্বাপণের তেমন কোনও ব্যবস্থা ছিলো না বলে জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে, ঈদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছে ব্যবসায়ী সমিতি।

আরও পড়ুন