এশিয়া

উইঘুর মুসলিমদের ওপর নজরদারির প্রতিবেদন ফাঁস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৩:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের ওপর নজরদারির সরকারি প্রতিবেদন ফাঁস হয়েছে। নির্বাসিত উইঘুর অ্যাক্টিভিস্টরা এই প্রতিবেদন ফাঁস করেছেন।

১৩৭ পৃষ্ঠার প্রতিবেদনে উইঘুর সম্প্রদায়ের মুসলিমরা দিনে কতবার প্রার্থনা করেন, কেমন পোশাক পড়েন, কাদের সঙ্গে মেলামেশা করেন এবং পরিবারের সদস্যরা কেমন আচরণ করেন সেসব নথিবদ্ধ হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশের ৩ হাজারেরও বেশি উইঘুরের ব্যক্তিগত এসব তথ্য নথিবদ্ধ করা হয়েছে।

উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে চীন। সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় সচেতন করে তুলতেই তাদের ক্যাম্পে রাখা হয়েছে বলে দাবি দেশটির।

আরও পড়ুন