খেলাধুলা, অন্যান্য খেলা

উইম্বলডনের ফাইনালে জোকোভিচ

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ১০ই জুলাই ২০২১ ১০:৩৬:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্র্যান্ড স্লামে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপার রেকর্ডের খুব কাছাকাছি নোভাক জোকোভিচ।

কঠিন এক ম্যাচে কানাডার ডেনিস শাপোভালোভকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা।

ম্যাচের শুরু থেকেই ফাইট দেয় প্রথম কোন গ্র্যান্ড স্লামের সেমিতে খেলা ২২ বছরের শাপোভালোভ। তবে প্রথম রাউন্ডের প্রথম সেটে জয়ের পর আর কোনো সেটে হারাতে পারেননি বিশ্ব রেনকিংয়ের সেরা তারকাকে। প্রায় তিন ঘণ্টার ম্যাচটি ৭-৬,(৭-৩), ৭-৫, ৭-৫ গেমে জিতে নেন গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ।

করোনাভাইরাসের কারণে গত বছর উইম্বলডন অনুষ্ঠিত হয়নি। এর আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। সবমিলিয়ে গত ছয় আসরের চারটিতেই শিরোপার উৎসব করেছেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।

এ বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ট্রফি সংখ্যা ১৯ এ নিয়ে গেছেন জোকো। এখন রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড ধরতে শেষ বাধা ইতালির মাতেও বেরেত্তিনি। দিনের প্রথম সেমি-ফাইনালে হুবের্ত হুরকাজকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে ওঠেন বেররেত্তিনি। আগামী রবিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন বেরেত্তিনি ও জোকোভিচ।

আরও পড়ুন