বাংলাদেশ, জেলার সংবাদ

উখিয়ায় পাহাড় ধস ও পানিতে ডুবে নিহত বেড়ে ৮

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০৮:২৫:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ ও ১৮ নাম্বার রোহিঙ্গা শিবির ও টেকনাফের হোয়াইক্যংয়ে এ ঘটনা ঘটে। 

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু দৌজা নয়ন জানান, সকাল থেকে টানা বর্ষণে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

এছাড়া, টেকনাফে পানিতে ডুবে এক শিশু এবং মহেশখালীতে মাটির দেয়াল চাপায় এক কিশোরী মারা গেছে। অন্যদিকে, টানা বর্ষণে বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। ভারি বর্ষণে প্লাবিত হওয়ায় বান্দরবানের লামা-আলিকদম সড়কে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। সড়কে ট্রাকসহ বড় যানবাহন চললেও বন্ধ রয়েছে ছোট যানবাহন চলাচল।

আরও পড়ুন