আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

বুধবার ২০শে অক্টোবর ২০২১ ০২:৫৫:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুরোধে বুধবার স্থানীয় সময় বিকেলে এ বৈঠক হওয়ার কথা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, উত্তর কোরিয়ার সর্বশেষ অস্ত্র পরীক্ষার বিষয়টি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, তুলবে বলে জানিয়েছেন কূটনীতিকরা।   

একটি সাবমেরিন থেকে নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা উত্তর কোরিয়া স্বীকার করার পরই এ বৈঠকে বসার সিদ্ধান্ত আসে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে অভিযোগ করে। এছাড়া গেল কয়েক সপ্তাহে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী  অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ব্যালিস্টিক ও পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই এসব পরীক্ষা চালাচ্ছে দেশটি।  

উত্তর কোরিয়া সর্বশেষ গত মার্চ মাসে এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র,জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানায়।

 

আরও পড়ুন