আন্তর্জাতিক, ভারত

উত্তাল ত্রিপুরা

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ১০:০৩:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে উত্তাল ভারতের ত্রিপুরা।  

মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে বনধ সমর্থকদের সরাতে ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। গুজব ছড়িয়ে পড়ার শঙ্কায় ত্রিপুরায় মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা ৪৮ ঘণ্টা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।  

এর আগে, ধলাই জেলার মনুঘাট ও ৮২ মাইল বাজারের বিভিন্ন দোকানে আগুন দেয়সহ ভাঙচুর ও লুটপাট করে বনধ সমর্থকরা।  এসময় এক ব্যবসায়ী আহত হন।  আগরতলায় অবরোধের সময় শতাধিক বনধ সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক ও রেললাইন অবরোধ করলে পরিস্থিতি সামাল দিতে বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে রাজ্য সরকার।  

কাঞ্চনপুর এবং আনন্দবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে, লোকসভায় পাসের পর আজ রাজ্যসভায় উঠছে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল।

আরও পড়ুন