আন্তর্জাতিক, ভারত

কেরালায় বিমান দুর্ঘটনা: উদ্ধারকারী দলের ২২ কর্মকর্তা করোনায় আক্রান্ত

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই আগস্ট ২০২০ ০৯:২৩:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কেরালায় গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় উদ্ধাকাজে অংশ নেয়া ২২ কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। 

আজ শুক্রবার (১৪ই আগস্ট) একথা জানিয়েছেন মালাপ্পুরামের এক মেডিকেল অফিসার। তাদের দিকে বিশেষ নজর রেখেছেন চিকিৎসকেরা।
 
উদ্ধাকাজে অংশ নেয়া ২২ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে আসছিলো উড়োজাহাজটি।

প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় ১৯০ আরোহী নিয়ে দুই টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বোয়িং বিমানটি। এরা প্রত্যেকেই করোনা মহামারির জেরে আটকে গিয়েছিল দুবাইতে। তবে এয়ারপোর্টে রানওয়ে ছোঁয়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে ওই বিমান।

দুর্ঘটনায় পাইলটসহ নিহত হয়েছে ১৮ জন। আহত হয় বেশ কয়েকজন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, এসময় তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) ও পরীক্ষা করা হয়েছিল।

আরও পড়ুন