বাংলাদেশ, অর্থনীতি

ঋন বিতরণে মিল্ক ভিটার সঙ্গে রুপালী ব্যাংকের চুক্তি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২২শে অক্টোবর ২০২০ ১১:৫০:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুগ্ধ খামারিদের মাঝে চার শতাংশ সুদে ঋন বিতরণে মিল্ক ভিটার সঙ্গে রুপালী ব্যাংকের চুক্তি হয়েছে।

দেশকে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণকরণ এবং যুবক ও যুব-নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মিল্ক ভিটা ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  

আজ বৃহষ্পতিবার রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের করফারেন্স রুমে এই চুক্তি সাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, ‘করোনা পরিস্থিতি শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে গুঁড়া দুধ প্রস্তুত করেছে মিল্ক ভিটা। এসব গুঁড়া দুধ প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ মন্ত্রণালয় কিনে নিয়েছে। এর মাধ্যমে কৃষকেরা এই দুর্যোগময় পরিস্থিতিতেও ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।’

রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, ‘অতীতে অনেক সমবায় প্রকল্প এসেছিল। কিন্তু অধিকাংশ প্রকল্প ব্যর্থ হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে মিল্ক ভিটার মাধ্যমে দুগ্ধ খাতের বিপ্লব সংঘটিত হয়েছে।’

আরও পড়ুন