খেলাধুলা, অন্যান্য খেলা

এএইচএফ কাপ হকি জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ হকি দল

ফারুক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে মার্চ ২০২২ ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এএইচএফ কাপ হকি জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সোমবার রাতে ঢাকায় পা রাখে চ্যাম্পিয়নরা। এসময় বাংলাদেশ দলকে সংবর্ধনা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান ও ফেডারেশন কর্তারা।

আসরে অপারজিত থেকেই রেকর্ড চতুর্থবারের মত শিরোপা ঘরে তুলেছে জিমি-সারোয়াররা। এর ফলে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপানের সাথে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। মে তে আঞ্চলিক শ্রেষ্ঠত্বে অংশ নিতে আবারও ইন্দোনেশিয়া যাবে লাল সবুজরা। অবশ্য এর আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় টিম বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছিল। গ্রুপে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ইরানকে হারানোর পর সেমিফাইনালে কাজাখস্তানকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে সেমি-ফাইনালে বাংলাদেশ ৮-১ গোলে হারায় কাজাখস্তানকে। এ জয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালের সঙ্গে এশিয়া কাপ হকির টিকিটও ছিনিয়ে নেয়।

আরও পড়ুন