বাংলাদেশ, বিজ্ঞান ও প্রযুক্তি

একসেবা, একপে এবং একশপ অ্যাপের উদ্বোধন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২০শে অক্টোবর ২০১৯ ১১:৫৪:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রকল্পের একসেবা, একপে এবং একশপ অ্যাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ।  

রবিবার সকালে, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরয়ামে আয়োজিত অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব।  

সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সকল নাগরিক সেবা ডিজিটাইজেশনের জন্য ই-গভর্নেন্স মাস্টার প্ল্যানের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো বলেন, সব ধরনের নাগরিক সেবা ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার৷

জয় বলেন আমরা নাগরিক সেবাগুলো ডিজিটাল পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এ লক্ষ্যেই সেবা ডিজিটালাইজেশনের মহাপরিকল্পনা নেয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। 

নাগরিক সেবাগুলো ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার৷ সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। 

আরও পড়ুন