বাংলাদেশ, শিক্ষা

অক্টোবর থেকে একাদশ শ্রেনীর ক্লাস শুরু

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই সেপ্টেম্বর ২০২০ ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শুরু হচ্ছে একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম। ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেনীতে ক্লাস শুরু হবে।

এরই মধ্যে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। যাতে বলা হয়েছে, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তিতে সেসন ও ভর্তি ফিসহ সাকুল্যে এক হাজার টাকা।

জেলা সদর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মেট্রপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলো তিন হাজার টাকা নির্ধারন করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি সেশন ও ভর্তিফিসহ সাকুল্যে পাঁচ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।

এবার মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

এর আগে চলমান করোনা পরিস্থিতির কারণে গত ৯ই আগস্ট সকাল ৭টায় অনলাইনে শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। এ চলে ২০ই আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন