বাংলাদেশ, রাজধানী

এক যুগ পর দখলমুক্ত বছিলার রামচন্দ্রপুর খাল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে জানুয়ারী ২০২২ ০৯:০৯:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাধা বিপত্তি ছাড়াই উচ্ছেদ হলো রাজধানীর বছিলার রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ড। ফের যেন দখল না হয় সেজন্য উচ্ছেদের পর পরই খাল খননের কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 'অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কোন নোটিশ দেয়া হবে না।' 

এক যুগ পর উচ্ছেদ হলো রাজধানীর বছিলার রামচন্দ্রপুর খালের ওপরে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ড। এর আগে, খালকে দখলমুক্ত করতে ৪ তলা আবাসিক ভবন ও ৩ তলা মার্কেটসহ ভেঙ্গে ফেলা হয় অন্যান্য অবৈধ স্থাপনাও। 

আবারও যাতে খাল দখল না হয়, সেজন্যে উচ্ছেদের পর পরই খাল খননের কাজ শুরু হয়। 

স্থানীয়রা বলেন, 'কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আমার দোকানের মাল-সামানা এখনো বের করতে পারিনি। আগে নোটিস করলে আমাদের জন্য বেশি ভালো হতো।

এদিকে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'পর্যায়ক্রমে প্রতিটি খালসহ অন্যান্য স্থানকেও দখলমুক্ত করা হবে। পানির প্রবাহকে ঠিক রাখার জন্য যাই থাকুক না কেন সেটা ভেঙে ফেলা হবে।'

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, 'যারা দায়িত্ব নেয় নাই তারা এটা অন্যায় করেছে, তাদের চোখের সামনেই তো খালে মাটি দিয়ে ভরাট হয়েছে। তবে দখল করা ব্যক্তিদের কাউকে ছাড় দেয়া হবে না।'

মঙ্গলবার (২৫শে জানুয়ারি) আবারও এ উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন