আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া, ইউরোপ

'এক সপ্তাহে বিশ্বে করোনায় মৃত্যু কমেছে ২০ শতাংশ'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৬:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত এক সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিন সপ্তাহ ধরে করোনায় মৃত্যু কমেছে। এছাড়া ছয় সপ্তাহ ধরে কমেছে করোনার রোগীর সংখ্যাও।

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমলেও ফ্রান্সের হাসপাতালগুলোর আইসিইউতে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতি সামাল দিতে গনজমায়েতে নিষেধাজ্ঞা ও আংশিক লকডাউনের কথা ভাবছে দেশটি। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে করোনার নতুন ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়ায় এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ১৬ই মার্চ পর্যন্ত বাড়িয়েছে স্পেন।

এদিকে আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকে খুলে দেয়া হচ্ছে স্কুল। তবে স্কুল খুললেও করোনা মোকাবিলায় দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে এপ্রিল পর্যন্ত । বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৫ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ। 

আরও পড়ুন