আন্তর্জাতিক, স্বাস্থ্য

এখনো দুর্বল নয় করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ১২:১৩:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস দুর্বল হয়নি। ভাইরাসটি এখনও আগের মতোই প্রাণঘাতী। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি ইতালিতে করোনাভাইরাসের ক্ষমতা দুর্বল হয়ে আসছে বলে দাবি করেন দেশটির সিনিয়র একজন চিকিৎসক। গত ১০ দিনে আক্রান্তদের লালা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি আগের চেয়ে অনেক কম পাওয়া গেছে বলে জানান তিনি। ইতালিতে আর করোনার প্রকোপ নেই বলেও দাবি তার।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান তার এসব দাবি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, দেশে দেশে লকডাউন শিথিল হচ্ছে বলে করোনাভাইরাস যে দুর্বল হয়ে গেছে এমন মনে করার কোনও কারণ নেই। বরং এখন আরও বেশি সতর্ক থাকায় জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন