বাংলাদেশ, জাতীয়, রাজধানী, ডেঙ্গু

এডিস মশা নিধনে দ.সিটিতে ২য় দিনের অভিযান চলছে

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মে ২০২২ ১২:৩৮:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এডিস মশা নিধনে তৎপরতা শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সাতটি ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে তিন দিনের বিশেষ অভিযান কর্মসূচির।

আর সোমবার থেকে ৫৪টি ওয়ার্ডে  ১০ দিনের চিরুনী অভিযান শুরুর ঘোষণা দিয়েছে উত্তর সিটি করপোরেশন ।  

সকালে উত্তরার চার নম্বর সেক্টর থেকে এডিস মশা নিধনের কার্যক্রম শুরু করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম এই ঘোষণা দেন। তিন বলেন, দশদিনের অভিযানের পরে যেখানে লার্ভা পাওয়া যাবে সেখানেই জেল, জরিমানা ও মামলা হবে।

এদিকে, দক্ষিণ সিটিতে সকাল থেকে চলছে ২য় দিনের বিশেষ অভিযান। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ঝুঁকিপূর্ণ ৭টি এলাকায়, প্রতিদিনই সকালে ও বিকেলে পর্যায়ক্রমে লার্ভিসাইটিং ও এডাল্টিসাইটিং করা হচ্ছে।

বিশেষ এই অভিযানে প্রতি ওয়ার্ডে ২৬ জন করে মশা নিয়ন্ত্রণ কর্মী থাকছে। স্বচ্ছ জমা পানিতে জন্মানো এডিস মশা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতনও করা হবে ।   

আরও পড়ুন