বাংলাদেশ, জাতীয়, অপরাধ

এনু-রূপনের বাড়ি থেকে উদ্ধার টাকা ও স্বর্ণ থানায় জমা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩২:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার দুই ভাই এনামুল হক এনু ও রূপনের পুরান ঢাকার বাড়ি থেকে উদ্ধার করা অর্থ ও স্বর্ণালংকার রাজধানীর ওয়ারি থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব এর নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে  মোট ২৬ কোটি ৫৫ লাখ নগদ টাকা, ৫ কোটি ৫০ লাখ টাকার এফডিআর ও ১২শ' ৩০ গ্রাম স্বর্ণালংকার থানায় হস্তান্তর করা হয়।

রাতে  ব্রিফিংয়ে পুলিশ জানায়, এনু ও রূপনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করা হবে।

এরআগে, সোববার রাতে পুরান ঢাকার ওয়ারি এলাকায় এনু-রূপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, এফডিআর, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ওই দুই ভাইকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর এই দুই ভাইয়ের নাম আলোচনায় আসে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন