জাতীয়, সংস্কৃতি

এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৬ই জুলাই ২০২০ ০৮:০১:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরেণ্য কন্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জীবনাবসান ঘটলো কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের। বাংলাদেশের সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে তিনি ছিলেন রাজার আসনে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এন্ড্রু কিশোর। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এন্ড্রু কিশোরের মৃত্যুর সংবাদে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 বরেণ্য এ কন্ঠশিল্পীর মৃত্যতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি এন্ড্রু কিশোরের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'এন্ড্রু কিশোর তাঁর গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।' প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত বছর ৯ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় তাকে। এন্ড্রু কিশোরের ব্যয়বহুল এ চিকিৎসা সহযোগীতায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তার শারীরিক অবস্থার খবর নেন।

আরও পড়ুন