জেলার সংবাদ, ভ্রমণ

এবার খুললো খাগড়াছড়ির পর্যটককেন্দ্র

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে আগস্ট ২০২০ ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বান্দরবান ও রাঙামাটির পর আজ থেকে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটককেন্দ্র।

করোনার কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শর্তসাপেক্ষে ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। জেলার চারটি পর্যটন কেন্দ্র আলুটিলা, রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক ও হর্টিকালচার পার্ক খুলে দেয়া হয়েছে।

পর্যটকদের থাকা ও খাওয়ার জন্য খাগড়াছড়ির হোটেল-মোটেল সবই খোলা হয়েছে। তবে, করোনা সংক্রমণ এড়াতে পর্যটকদের মাস্ক পরাসহ, সামাজিক দূরত্ব নিশ্চিত, অসুস্থ কাউকে পর্যটনকেন্দ্রে না আসাসহ বিভিন্ন শর্ত দেয়া হয়।

এদিকে, জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক খোলা হবে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে। করোনার কারণে গত ১৮ই মার্চ থেকে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

আরও পড়ুন