ক্রিকেট

এবার ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করলেন সাকিব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা অক্টোবর ২০২০ ০৬:৫৫:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লম্বা সময় পর ক্যামেরার লেন্সে ধরা পড়লেন সাকিব আল হাসান। যুক্ত হলেন আরো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। শাহ সেভেনটি ফাইভ ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সির উদ্বোধন করলেন। অবশ্য কথা বলেননি মিডিয়ার সামনে। জানুয়ারির আগে আন্তর্জাতিক সূচি না থাকায় আজ মধ্যরাতেই ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

প্রায় এক বছর পর টিভি মিডিয়ার ক্যামেরার লেন্সে ধরা পড়লেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে আছেন দূরে। কিন্তু ভক্ত সমর্থকদের আগ্রহের কমতি নেই, কোথায় আছেন, কেমন আছেন সাকিব আল হাসান।

দেশে ফিরেছেন এক মাস হয়ে গেছে। প্রত্যাবর্তনের মিশনে নেমেছিলেন উঠেপড়ে। ক্রিকেটে ফিরতে নীরবে-নিভৃতে নিজ বিদ্যাপীঠ বিকেএসপিতে বন্দিদশায় থাকেন সাকিব, চালিয়ে যান অনুশীলন। আইসিসির কড়া বিধি-নিষেধ, তাইতো প্রকাশ্যে আসতে মানা। মিডিয়ার সামনে আসেননি, আসতে পারেননি। অনুশীলনে কোচিং স্টাফেরও ছবি তুলতে মানা।

অবশেষে টাইগার সেরা তারকার স্বাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা। বড় ব্যানারে সাকিবের আগমনী বার্তা। টাইগার আইকনের দেখা মিললো ঠিকই। ক'মাস নিজেকে আড়ালে রাখতে পেরেছেন, এদিনও বারবার চেষ্টা করেছেন নিজেকে ক্যামেরা থেকে দূরে রাখতে, কিন্তু পারলেন না। মাঝে সতীর্থ আফিফ হোসেন ধ্রুবোর জন্মদিনে হন ক্যামেরাবন্দি। বিজ্ঞাপন শুটিংয়ের ছবি নিজেই করেন প্রকাশ।

লঙ্কা সফর হচ্ছে না, আপাতত মনোযোগ ঘরোয়া ক্রিকেটকে ঘিরে। কবে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ, ঠিক হয়নি কিছুই। তাইতো অনুশীলনও বন্ধ সাকিবের।

হঠাৎ ট্রাভেলস কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির সাকিব আল হাসান। শাহ সেভেনটি ফাইভ ট্যুরস এন্ড ট্রাভেল নামে এজেন্সিটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন সাকিব নিজেই।

২৯ অক্টোবর শেষ হচ্ছে এক বছরের নিষেধাজ্ঞা। তবে জানুয়ারির আগে নেই কোন আন্তর্জাতিক সূচী, তাই লম্বা অবসর। তাইতো আবারো ফিরে যাচ্ছেন স্ত্রী-সন্তানের কাছে। মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন টাইগার অলরাউন্ডার।

আরও পড়ুন