জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী

এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে এপ্রিল ২০২১ ০৮:৫৭:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়ান সায়েন্টিস্ট-এর সেরা ১শ' বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন তিন বাংলাদেশি। তিনজনই নারী। তারা হলেন সালমা সুলতানা, সায়মা সাবরিনা ও ফেরদৌসী কাদরী।

ষষ্ঠবারের মতো বিজ্ঞানীদের এই তালিকা প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট। সোমবার এ তালিকা প্রকাশ করা হয় 'দ্য এশিয়ান সায়েন্টিস্ট ওয়ান হান্ড্রেড' শিরোনামে।  

তালিকায় স্থান পাওয়া সালমা সুলতানা কাজ করছেন পশুচিকিৎসা নিয়ে। বাংলাদেশে পশুচিকিৎসা নিয়ে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখায় তাকে ১শ' জনের তালিকায় স্থান দেয়া হয়েছে।  

অন্যদিকে, বুয়েটের অধ্যাপক সায়মা সাবরিনা স্থান পেয়েছেন ন্যানো ম্যাটেরিয়্যালের ব্যবহার নিয়ে গবেষণায় অবদানের জন্য। আরেক বাংলাদেশি ড. ফেরদৌসী আই-সি-ডিডি-আরবি'র ইমিউনোলজি বিভাগের প্রধান। ২৫ বছর ধরে কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে কাজ করছেন তিনি। 

এবারের তালিকায় জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কোভিড–নাইন্টিন–এর মতো সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখা গবেষকরা স্থান পেয়েছেন বলে জানায় এশিয়ান সায়েন্টিস্ট সাময়িকী।

আরও পড়ুন