সংস্কৃতি

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে কথাশিল্পী হাসান আজিজুল হক

রাজশাহী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২১শে আগস্ট ২০২১ ১১:০০:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার জাতীয় হৃদরোগে ইনস্টিটিউটে নেয়া হচ্ছে।

শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তাকে বাসা থেকে বিমানবন্দরে নেয়া হয়। সেখান থেকে সকাল সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়। এসময় তার সঙ্গে যান তার ছেলে ইমতিয়াজ হাসান মৌলী। এছাড়া উপস্থিত ছিলেন কথাশিল্পীর শুভাকাঙ্খীরা।

দীর্ঘ এক মাস ধরে বিছানাগত ছিলেন হাসান আজিজুল হক। প্রায় এক মাস আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে ব্যাথা পান তিনি। এরপর থেকে তিনি হৃদরোগসহ লবণের ঘাটতি জনিত রোগে ভুগছিলেন। কাউকে চিনতেও পারছেন না তিনি।

বিষয়টি জানার পর কথাশিল্পীর শুভাকাঙ্খীরা শুক্রবার (২০ আগস্ট) রাতে জুম বৈঠকে যুক্ত হন। এতে অংশ নেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, রাবির রুটিন ভিসি সুলতান উল ইসলাম টিপু, রাবির অধ্যাপক ও নাট্যকার মলয় ভৌমিক প্রমুখ।

অধ্যাপক মলয় ভৌমিক জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হচ্ছে।

আরও পড়ুন