আন্তর্জাতিক

এ বছর রেকর্ড ৫৫০ কোটি ডলার মুনাফা টেসলার

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ০৫:২৩:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বজুড়ে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা গিয়ে বিক্রি বেড়েছে টেসলার পণ্য। এক বছরে টেসলার মুনাফা বেড়েছে অন্তত ছয় গুণ।

চাহিদা বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালে প্রতিষ্ঠানটি রেকর্ড সাড়ে পাঁচশ' কোটি ডলার মুনাফা করেছে ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। 

তবে ২০২২ সালেও সাপ্লাই চেনের জটিলতার কারণে উৎপাদন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস মহামারিতে সেমিকন্ডাক্টর সংকটেও এক বছরে প্রতিষ্ঠানটির অটো ডেলিভারি খাত বেড়েছে ৮৭ শতাংশ।

এর ফলে ৭১ শতাংশ আয় বাড়ায় খাতটিতে মুনাফা হয়েছে ৫৩ বিলিয়ন ডলারের বেশি। প্রতি বছর ৫০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

তাই প্রতিবছরই উৎপাদন আরও বাড়ানোর উপর আরও জোর দেয়ার কথা জানিয়েছেন ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়া, সাংহাইয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জার্মানি ও টেক্সাসে আরও কয়েকটি কোম্পানি তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।

ইলন মাস্ক আরও জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তারা আরেকটি নতুন কারখানা স্থাপনের চেষ্টা শুরু করবেন। এছাড়া পূর্বঘোষিত ২৫ হাজার ডলারের গাড়ির উৎপাদন প্রক্রিয়াও এগিয়ে নেবেন। তবে এটি আপাতত অগ্রাধিকার তালিকায় নেই।

আরও পড়ুন