আন্তর্জাতিক, আরব

ওমরাহ পালনের জন্য কাল থেকে আবেদন নেবে সৌদি আরব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৮ই আগস্ট ২০২১ ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা। টিকা নেয়া বিদেশি নাগরিকরাই এই সুযোগ পাবেন।

রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানায়। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওমরাহের আবেদনের সঙ্গে করোনা টিকার সনদও জমা দিতে হবে।

তবে করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর নাগরিকদের সৌদি পৌঁছেই পালন করতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। প্রথমদিকে ৬০ হাজার জনকে ওমরাহ পালনের সুযোগ দেয়া হলেও প্রতি মাসেই এই সংখ্যা বাড়ানো হবে। মক্কা ও মদিনার মসজিদগুলোও বিদেশি ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হবে।

গেল অক্টোবর থেকে শুধু নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটির সরকার। টানা দুই বছর ধরে বাইরের কোন দেশের নাগরিকদের দেশটিতে হজ পালনেও নিষেধাজ্ঞা ছিল। 

আরও পড়ুন