আন্তর্জাতিক, এশিয়া

ওমিক্রন আতঙ্কের মধ্যেই স্থল সীমান্ত চালু করলো সিঙ্গাপুর-মালয়েশিয়া

Faruque

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে নভেম্বর ২০২১ ০১:০৬:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বিশ্বের অনেক দেশ সীমান্তে নিষেধাজ্ঞা জারি করলেও, স্থল সীমান্ত খুলে দিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

স্থানীয় সময় সোমবার থেকে দুই দেশের ব্যস্ততম স্থল সীমান্তে জোহোর সিঙ্গাপুর কজওয়ে ট্রাভেল লেন চালু করলো।  করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া ভ্রমণকারীরা নেগেটিভ সনদ দেখিয়ে ভ্রমণ করতে পারবেন।  এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবও একই দিন প্রথমবারের মতো সিঙ্গাপুর সফরে যাচ্ছেন।  ২০২০ সালের মার্চ মাসে স্থলসীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করা হয়।  এদিকে, অস্ট্রেলিয়া পহেলা ডিসেম্বর থেকে দক্ষ অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য সীমান্ত আবারও খোলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।  অন্যদিকে, ওমিক্রন ঠেকাতে বিদেশি নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জাপান।

আরও পড়ুন