বাংলাদেশ, রাজধানী

কঠোর বিধিনিষেধেও চরম উদাসীন পুরান ঢাকার মানুষ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে জুলাই ২০২১ ১১:৫৫:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহামারি করোনাভাইরাসে চলমান কঠোর বিধিনিষেধেও সচেতনতার কোনো বালাই নেই পুরান ঢাকার মানুষজনের।

সন্ধ্যার পরেও আড্ডা, অপ্রয়োজনে চলাচল আর নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন তারা। নেই সামাজিক দূরত্ব কিংবা মাস্ক ব্যবহারের প্রবনতাও। রাজধানীর নাজিরাবাজার এলাকা। কঠোর বিধিনিষেধের মাঝেও নিয়ম না মেনে অবাধে বাইরে চলাচল করছে মানুষ।

বাইরে বের হবার কারন জানতে চাইলে বেরিয়ে আসে একের পর এক হাস্যকর যুক্তি। সামাজিক দূরত্বের কোনো চিহ্ন তো নেই ই, এমনকি অনেকের মুখেই এ সময় মাস্ক পর্যন্ত দেখা যায়না।

ডিবিসি নিউজের ক্যামেরা দেখে কিছু দোকানপাট বন্ধ করা হলেও তখনো খোলা বেশ কিছু দোকান। খোলা রাখার বিষয়েও তাদের যুক্তি নানারকম। শুরুতে পুলিশের কিছু তৎপরতা চোখে পড়লেও শেষ পর্যন্ত আর কাউকেই দেখা যায়নি বেপরোয়া এই মানুষদের নিয়ন্ত্রন করতে।

একই চিত্রের দেখা মিলে বংশালেও। কেনাকাটা, গল্প আড্ডা কিংবা নিছক ঘোরাঘুরির অজুহাতে বাইরে এসেছেন অনেকেই। কেউ মনে করেন, বিধিনিষেধ সকলের স্বার্থে, কেউ আবার চরম বিরোধিতা করে দেন নানা যুক্তি। কিন্তু সচেতনতার প্রশ্নে সবাই ই এড়িয়ে যান নিজের দায়বদ্ধতার কথা।

আরও পড়ুন