পাকিস্তান

করাচিতে পোশাক কারখানায় আগুনের ঘটনায় ২ জনের মৃত্যুদণ্ড

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৪:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের করাচির একটি পোশাক কারখানায় আগুন দেয়ার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বালদিয়া শহরের আলী এন্টারপ্রাইজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে আবদুল রেহমান ও জুবায়ের চারয়াকে এই দণ্ড দেয়া হয়। মালিকপক্ষের কাছে দাবি করা  চাঁদা না দেয়ায় ওই ফ্যাক্টরিতে আগুন দেয় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। দণ্ডপ্রাপ্তরা মুত্তাহিদা কাওমি মুভমেন্টের স্বক্রিয় সদস্যও ছিলো।

২০১২ সালের সেপ্টেম্বরে ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬০ জনের প্রাণহানি হয়। ফ্যাক্টরিটিতে জরুরি বহির্গমন পথ না থাকায় আটকা পড়ে কয়েকশ' মানুষ। সেসময় প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪০টি গাড়ি।

আরও পড়ুন