আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলায় নিহত বেড়ে ৯

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে জুন ২০২০ ০২:৫৬:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে এখন পর্যন্ত চার সন্ত্রাসী, চার নিরাপত্তা রক্ষী ও এক পুলিশসহ নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।।

পুলিশ জানায়, ইতোমধ্যে চারজন হামলাকারী নিহত হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের হামলায় চার নিরাপত্তা রক্ষী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করাচি পুলিশের প্রধান গোলাম নবী মোমেন জানান, হামলার সময় ভবনটিতে সহস্রাধিক শেয়ার ব্যবসায়ী ও কর্মচারী ছিলেন। চার হামলাকারী নিহত হয়েছে। তারা করোলা কারে করে আসে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, গ্রেনেড ও বন্দুক নিয়ে স্টক এক্সচেঞ্জের ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। ভবনটি উচ্চ-সুরক্ষিত এলাকায় এবং ভবনে অনেক প্রাইভেট ব্যাংকের প্রধান অফিস আছে।

এছাড়া জিও নিউজের খবরে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রথমে স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায় । তারপর বিল্ডিং চত্বরে ঢুকে গুলি চালাতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলে খবরে বলা হয়েছে।

আরও পড়ুন