বাংলাদেশ, শিক্ষা

'করোনা পরিস্থিতিতে শিক্ষানীতি পরিবর্তনের কাজ চলছে'

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৭:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষানীতি পরিবর্তনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

আজ শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় মন্ত্রী জানান, অনলাইন কোর্সই শুধু নয়, অনলাইন ডিগ্রি নিয়েও চিন্তাভাবনা করছে সরকার।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ই-লার্নিং বা অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর প্রধান বাধা মানসিকতা। অনলাইন শিক্ষাকে আকর্ষণীয় করতে শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথাও জানান মন্ত্রী। মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার আহ্বানও জানান তিনি।

এ সময় বক্তারা অনলাইন শিক্ষার সুবিধা, প্রতিবন্ধকতা তুলে ধরেন। ই-লার্নিংকে জনপ্রিয় করতে ইন্টারনেটের ভ্যাট কমানো, অপারেটরদের ঋণ প্রদান, অনলাইন লাইব্রেরি চালুসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারা।

আরও পড়ুন