এশিয়া

করোনাভাইরাসের আতঙ্কে টয়লেট পেপার ডাকাতি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ১০:০৭:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হংকংয়ে করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে টয়লেট পেপার ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সোমবার সকালে মং কক জেলার একটি সুপারমার্কেটের বাইরে এক বিক্রয়কর্মীকে ছুরি দেখিয়ে তিন ব্যক্তি টয়লেট রোল ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

টয়লেট টিস্যুর ৬০০টি রোল ডাকাতি হয় যার মূল্য ২১৮ মার্কিন ডলার। ডাকাতি হওয়া বেশ কিছু টয়লেট পেপারও উদ্ধার করেছে পুলিশ।

হংকং কর্তৃপক্ষ আশ্বস্ত করার পরও টয়লেট পেপার সরবরাহ যথেষ্ট পরিমাণে নেই ভেবে আতঙ্কে বাসিন্দারা টয়লেট সামগ্রী মজুদ করতে শুরু করেছে। এছাড়াও আতঙ্কে অন্যান্য পরিচ্ছন্নতা পণ্যসহ চাল ও পাস্তার মতো নানা গৃহস্থালি সামগ্রীও বিপুল পরিমাণে কিনছে মানুষ।

আরও পড়ুন