আন্তর্জাতিক, এশিয়া, ইউরোপ

করোনাভাইরাস: চীনে কমছে, বিশ্বব্যাপী বাড়ছে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৫:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকলেও বিশ্বব্যাপী তা বেড়েই চলেছে। প্রতিদিন চীনে যে পরিমাণ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে বিশ্বব্যাপী আক্রান্ত হচ্ছে তার চেয়েও বেশি।

দ্রুতগতিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে। চীনের বাইরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ১২০০ রোগী শনাক্ত হয়েছে, আর মারা গেছে ১২ জন।

ইতালিতে একদিনেই ৪০০শর বেশি রোগী শনাক্ত হয়েছে।  অনেক স্থানে স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত।  দেশটির ১১টি শহরে অন্তত ৫৫ হাজার লোককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে ১৩৯ জন আক্রান্ত হয়েছে আর মারা গিয়েছে ১৯জন। গত দুইদিনে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস, নরওয়ে, সুইজারল্যান্ড, জর্জিয়া, মেসিডোনিয়া, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে প্রথমবারের মত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিশ্বব্যাপী অন্তত ৪৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মরণঘাতী এ ভাইরাস। 

আরও পড়ুন