বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় যুবলীগ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০১:২২:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে ফেসবুকে মিথ্যা ভিডিও আপলোড করায় পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, সম্প্রতি নিজ ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে ঈশ্বরদীতে অবস্থানরত রাশিয়ান ও বিদেশীদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে যুবলীগ নেতা আব্দুস সালাম মোল্লা অভিযোগ করেন। কোন তথ্য প্রমাণ ছাড়াই মিথ্যা তথ্য দিয়ে বিদেশীদের সম্পর্কে আপত্তিকর  মন্তব্য করে স্থানীয়দের উত্তেজিত করার চেষ্টা করেছেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন