আন্তর্জাতিক, এশিয়া

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে শি জিনপিং

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫২:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার দুসপ্তাহ আগেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীন পত্রিকায় একথা জানান তিনি।

চীনে কোভিড নাইনটিনের প্রাদুর্ভাব মোকাবিলায় দেরি করে পদক্ষেপ নেয়ার অভিযোগে ব্যাপক সমালচনার মুখে পড়েন শি জিনপিংয়।

তিনি বলেন, গত ৭ই জানুয়ারি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়া উহান ও অন্যান্য শহরে লকডাউন জারির আহবান জানান তিনি। বৈঠকের ১৩ দিন পর চীনা নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে সতর্ক করা হয়।

শি'র বক্তব্যের পর হুবেইয়ের উর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে করোনাভাইরাসের ভয়াবহতাকে খাটো করে দেখার অভিযোগ উঠেছে। এর আগে, হুবেইয়ে কমিউনিস্ট পার্টির প্রধানসহ বেশ কয়েকজন উর্ধতন কর্মকর্তাকে বরখাস্ত করে চীন সরকার।

আরও পড়ুন