বাংলাদেশ, অর্থনীতি

করোনারভাইরাস: গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতে ক্ষতির আশঙ্কা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৩:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে করোনা ভাইরাসের প্রভাবে দেশের রপ্তানীমুখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতে ১২ থেকে ১৫শ' কোটি টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন করে এ দাবি করেছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল কাদের খান। তিনি জানান এ খাতের কাঁচামালের বেশিরভাগই আমদানি করতে হয় চীন থেকেতবে করোনাভাইরাসের প্রভাবে জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই কাচামাল আসা বন্ধ হয়ে গেছে। এ অচলাবস্থা ২ থেকে ৩ মাস স্থায়ী হলেই এই পরিমাণ ক্ষতির আশঙ্কা রয়েছে। আর এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।  

আরও পড়ুন