জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

করোনার কারণে স্থগিত দেশের সর্ববৃহৎ রথযাত্রা

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে জুন ২০২০ ০৩:০১:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রশাসনের পরামর্শে স্থগিত করা হয়েছে এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ যশোমাধবের ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা।

প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে আজ মঙ্গলবার (২৩শে জুন) সকাল থেকেই ধামরাইয়ের যশোমাধবের মন্দিরে আয়োজন করা হয়েছে ধর্মীয় আচার-অনুষ্ঠান।

প্রতি বছর রথ উপলক্ষে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগীরা ধামরাইতে ছুটে আসে পূণ্যের আশায়। তবে করোনার প্রভাবে দেশের সর্ববৃহৎ এই রথযাত্রায় এবার হাজার হাজার মানুষের সমাগম ও উৎসব এড়িয়ে গুটি কয়েক পুজারীর উপস্থিতে শুরু হয় আনুষ্ঠানিকতা। রথ টান না হলেও, ভক্ত-অনুরাগীদের ছাড়াই পূজারীরা যশোমাধবের রথে পূজা পালন করেন।

১৯৭১ সালে পাক বাহিনী রথ পুড়িয়ে দিলে সে বছরই প্রথম ধামরাইয়ের এই ৪শ' বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনাভাইরাসের কারণে দ্বিতীয়বারের মতো রথযাত্রা উৎসব আয়োজন স্থগিত করা হলো।

আরও পড়ুন