ভারত

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ব্যাপক হারে শনাক্ত বাড়ায় টালমাটাল স্বাস্থ্যখাত। দিল্লিসহ কয়েকটি রাজ্যে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরইমধ্যে নির্বাচন শেষ হওয়া কয়েকটি রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা। তবে, এই কঠিন পরিস্থিতির মধ্যে আশার কথা শোনাচ্ছেন অক্সিজেন উৎপাদন সংশ্লিষ্টরা। পরিস্থিতির কিছুটা সহনীয় হওয়ার কথা বলছেন তারা।

ভারতে করোনা পরিস্থিতি বেশ কয়েকদিন ধরেই ভয়াবহ। বিশ্বরেকর্ড শনাক্ত হচ্ছে দেশটিতে। অক্সিজেনের অভাবে দিল্লির করোনা রোগীদের মৃত্যুর খবর ছড়িয়েছে বিশ্বজুড়ে। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, গুজরাট ও কর্নাটকেও অক্সিজেন সংকটে বাড়ছে মৃত্যু। তবে দেশটির অন্য রাজ্যের পরিস্থিতি অতটা প্রকট নয়। ঝাড়খন্ড ও কেরালায় অক্সিজেনের উৎপাদন চাহিদার চেয়ে বেশি। পাঠানো হচ্ছে অন্য রাজ্যেও।

এদিকে বেশ কয়েকটি রাজ্যে ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। মহারাষ্ট্রে সবশেষ দৈনিক শনাক্ত দিল্লির চেয়ে আড়াই গুণ বেশি। বুধবার (৬ মে) রাজ্যটিতে ৯২০ জনের মৃত্যুতে ছাড়িয়েছে আগের সব রেকর্ড।

মহারাষ্ট্র ছাড়াও কর্নাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে দৈনিক সংক্রমণ দিল্লির চেয়ে বেশি। শনাক্ত বাড়ায় এই রাজ্যগুলোর স্বাস্থ্য খাতেও চাপ বাড়ছে।

তামিলনাড়ু ও কেরালায় বিধানসভার ভোট হয়েছে ৬ এপ্রিল। আসামেও ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ। এদিকে, আট দফা ভোটের পর পশ্চিমবঙ্গে দুই সপ্তাহ পর ৬৮ শতাংশের বেশি শনাক্ত বেড়েছে।

হঠাৎ ব্যাপক চাহিদা বাড়ায় ক্রায়োজেনিক ট্যাংকারের অভাবে ব্যাহত হচ্ছে অক্সিজেন পরিবহণ। বিভিন্ন দেশ থেকে ট্যাংকার নিয়ে আসায় কয়েকদিনের মধ্যে ভারতের অক্সিজেন সংকটের তীব্রতা কমবে বলে আশাবাদী উৎপাদন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন