ভারত

করোনায় আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই আগস্ট ২০২০ ১১:৪১:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দাস করোনাভাইরাসে আক্রান্ত।

রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। করোনার পজিটিভ হওয়ায় তিনি আইসোলেশনে থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

গেল সপ্তাহে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ভূমিপূজো অনুষ্ঠানে উপস্থিত হন ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দাস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মঞ্চে উপস্থিত ছিলেন নৃত্যু গোপাল দাস। মঞ্চে থাকা অন্যরা হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং বিজেপির আদর্শিক পরামর্শদাতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

রাম মন্দিরের ভূমিপূজো অনুষ্ঠানের কিছুদিন আগেই দায়িত্বে থাকা এক পুরোহিত এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ পুলিশকর্মীর দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়।

আরও পড়ুন