বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু; শনাক্ত ১,৩৮৩

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ০৬:২১:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৭ হাজার ২শ' ২৫ জনের। নতুন শনাক্ত ১ হাজার ৩শ' ৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬শ' ২৩ জনের নমুনা পরীক্ষা হয়। এতে শনাক্তের হার গতকালের চেয়ে কিছুটা কমে হয়েছে ৫ দশমিক ছয় দুই শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৪২ হাজার ৬শ' ৮৩ জন। একদিনে সুস্থ ২ হাজার ৮শ' ৮৭ জন।

এ পর্যন্ত সুস্থ ১৫ লাখ ১ হাজার ৫শ' ৪১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক তিন তিন। মৃত্যুহার এক দশমিক সাত ছয় শতাংশ। একদিনে সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ১৯ জন। আর, চট্টগ্রাম বিভাগে ৮ জন।

এছাড়া, খুলনায় ৬, রাজশাহীতে ৪ ও রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।  সিলেটে ২।  আর, বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন