ফুটবল

করোনায় কমেছে চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্টের দৈর্ঘ্য

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই আগস্ট ২০২০ ০৭:১৫:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেষ আটে হেভিওয়েইট লড়াইয়ে মুখোমুখি বার্সা আর বায়ার্ন, টিকে আছে পিএসজি, ম্যানসিটি, আতলেতিকোর মত জায়ান্টসরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লাইনআপ ঠিক-ঠাক। করোনায় কমেছে টুর্নামেন্টের দৈর্ঘ্য। হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতি বাতিল। ৪টা কোয়ার্টার ফাইনাল, ২ সেমি আর ফাইনাল সবই হবে পর্তুগালে। রিয়াল, লিভারপুল, য়্যুভেন্তাস পড়েছে বাদ।শেষ আটে হেভিওয়েইট লড়াইয়ে মুখোমুখি বার্সা আর বায়ার্ন। টিকে আছে পিএসজি, ম্যানসিটি, আতলেতিকোর মত জায়ান্টস।

এ যেন ফাইনালের আগে ফাইনাল। হ্যা, তাই তো। সেরা আটেই মুখোমুখি ইউরোপিয়ান ফুটবলের দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনা। দুই দলেই তারকার ছড়াছড়ি। তারপরও স্পটলাইটে থাকবেন মেসি আর লেওয়ানডফস্কি।

বার্সা-বায়ার্ন দুই দলই শিরোপাটা জিতেছে ৫ বার করে। টিকে আছে বাকি যে ছয় দল...ওরা কেউই কখনই জেতে নি চ্যাম্পিয়ন্স লিগ।

পিএসজিকে তারপরও হালকা করে দেখার সুযোগ নাই। সবার আগে ১২ তারিখ মাঠে নামবে পারিসিয়ানরা। প্রতিপক্ষ জার্মানির লাইপজিগ। ঐ ম্যাচে ফেভারিট পিএসজি সেমিতে উঠলে খেলা পড়বে আতলেতিকো আর লিওর মধ্যে যারা জিতবে তাদের সাথে।

১৪ তারিখ সেই মহারণ। মেসি-লেওয়ানডফস্কি দ্বৈরথ। ম্যাচটাই চোখ থাকবে পুরো বিশ্বেরই।

সবার শেষে ম্যানসিটি আর অলিম্পিক লিও ম্যাচ। পিএসজির মতই সিটির সামনে সুযোগ প্রথমবারের মত ট্রফিটা উচিয়ে ধরবার।

নিয়মে এসেছে বদল। করোনায় হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতি বাতিল। পর্তুগালে সব খেলা। নকআউট ম্যাচ। সমীকরণ সোজা সাপ্টা। হারলেই বিদায়।

আর মাত্র তিন ম্যাচ। বায়ার্ন-বাসাতে স্পটলাইট। তবে, সিটি বা পিএসজি ওদের ছাপিয়ে প্রথমবারের মত ট্রফিটা জিতে নিলে অবাক হবেন না মোটেও।

আরও পড়ুন