আন্তর্জাতিক, আমেরিকা

করোনাভাইরাসে প্রথম মার্কিন সেনাসদস্যের মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০৫:১৯:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। দ্যা ওয়াসিংটন টাইমস জানায়।

মৃত ওই সেনাসদস্য নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য ছিলেন। ক্যাপ্টেন পদমর্যদার ওই সেনাসদস্যের নাম ডগলাস লিন হিকক। তার মৃত্যুতে পুরো বাহিনীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্যাপ্টেন ডগলাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১শে মার্চ হাসপাতালে ভর্তি হন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

গত সোমবার পেন্টাগন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মোট ৫৬৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ২৮০। এ ছাড়া সামরিকবাহিনী সংশ্লিষ্ট ৪৫০ জন বেসামরিক নাগরিকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন