জাতীয়, প্রবাস

করোনায় সৌদির নতুন নিয়মে ভোগান্তিতে প্রবাসীরা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে মে ২০২১ ১২:১৮:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় সৌদি সরকারের নতুন নিয়মে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।

নিজ খরচে হোটেল কোয়ারেন্টিন ও ইনস্যুরেন্স ছাড়া মিলবে না বোডিং পাস। এছাড়া হোটেল বুকিংয়ে গুনতে হচ্ছে প্রায় ৬৫ থেকে ৮০ হাজার টাকা।  

এদিকে সৌদি সরকারের বেঁধে দেয়া নিয়মে ২৪ শে মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। হোটেল সোনারগাঁওয়ে সৌদিয়া এয়ারলাইন্সের অফিসে সৌদি প্রবাসীরা ভিড় করেছেন। অনেকের টিকিট কাটা থাকলেও হোটেল বুকিং না থাকায় সৌদি যাত্রা অনিশ্চিত। যাদের হোটেল বুকিং নিশ্চিত শুধু তারাই যেতে পারছেন।  

৭ দিনের হোটেল কোয়ারেন্টিন, বাধ্যতামূলক ইনস্যুরেন্সসহ বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি সরকারের হঠাৎ এই নির্দেশনায় অনেক প্রবাসীর সেদেশে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তবে যাদের করোনার দুই ডোজ ভ্যাকসিন নেয়া আছে, তাদের হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে সৌদি সরকার।

আরও পড়ুন