আন্তর্জাতিক, ভারত

করোনা গবেষণায় অনিকা শেবরোলুর নতুন আবিষ্কার

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে অক্টোবর ২০২০ ০৫:৩১:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা চিকিৎসায় গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অনিকা শেবরোলু।  ১৪ বছর বয়সেই সে এমন অণু তৈরি করেছে যা করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সহায়তা করে।

করোনার কার্যকর প্রতিষেধক আবিষ্কারে কাজ করছেন বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীরা। ঠিক সেসময়ে তাক লাগিয়ে দিলো অনিকা শেবরোলু।

টেক্সাসের বাসিন্দা অনিকা, অষ্টম শ্রেণিতে পড়ার সময় সিলিকো মেথডস কাজে লাগিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধ বিষয়ে গবেষণা শুরু করে। তবে মহামারি পরিস্থিতিতে করোনাভাইরাস নিয়ে গবেষণায় মনোযোগ দেয় সে। সম্প্রতি অনিকা এমন এক অণু তৈরি করেছে যা কোভিড সৃষ্টিকারী প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে তা নিষ্ক্রিয় করতে পারে।

এই উদ্ভাবনের জন্য 'থ্রি মিলিয়ন ইয়ং সাইন্টিস্ট চ্যালেঞ্জ' নামে স্কুল পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতায় জয়ী হয়েছে অনিকা। এবছর শীর্ষ দশ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছে সে। পুরস্কার পেয়েছে ২৫ হাজার মার্কিন ডলার।  

১৯১৮-র মহামারি নিয়ে পড়াশুনা করতে গিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে গবেষণায় আগ্রহ হয় অনিকার। বাজারে ইনফ্লুয়েঞ্জার ওষুধ থাকা সত্ত্বেও কেন আমেরিকায় বহু মানুষের প্রাণ যাচ্ছে কারণ জানতে বিভিন্ন গবেষণা শুরু করে সে। মেডিক্যাল গবেষক হওয়ার স্বপ্ন দেখেন অনিকা।

আরও পড়ুন